মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গণে নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ ভবনটির উদ্বোধন করেন। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক বলেন, চলমান করোনাকালে সকলকে সচেতন থাকবে হবে, বিধি নিষেধ মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সচেতনাই পারে এই করোনা নামক মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার মুল উপায়। তাই সকললে তিনি সরকারী নির্দেশনা মেনে চলা ফেরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আনোয়ার কুদ্দুস, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার।