মোংলায় বাবা-মেয়েকে মারধর করে রক্তাক্ত জখম করেছে বিষ দস্যুরা

প্রকাশঃ ২০২০-০৬-০৮ - ১৮:১২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রতিবাদ করায় মোংলায় এক নারীসহ দুইজন গুরুতর হামলার শিকার হয়েছেন। উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী আঃ গনি ব্যাপারী (৬৩) ও তার মেয়ে রহিমা বেগম (৩০) রক্তাক্ত জখম এবং গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় মোঃ নজরুল ব্যাপারী (৩৫), মোঃ শহিদ ব্যাপারী (৩০), মোঃ মহিদ ব্যাপারী (২২), মোঃ জাহিদ ব্যাপারী (২০), মোঃ আঃ রহিম ব্যাপারী (৪০) ও মোঃ মিলন ব্যাপারী (১৮) সহ ছয়জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে গনি ব্যাপারী।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অভিযুক্তরা সুন্দরবনের বিভিন্ন নিষিদ্ধ খালে দীর্ঘদিন ধরে বিষ দিয়ে মাছ শিকার করে আসছেন। ঘটনার দিন রবিবার তারই প্রতিবাদ করেন চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের আঃ গনি ব্যাপারী। এ সময় তার উপর ক্ষীপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্ধমারী বাজারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গনি ব্যাপারীকে বাঁচাতে তার মেয়ে রহিমা বেগম এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে হামলাকারীরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়া এগিয়ে এসে গুরুতর জখম অবস্থায় গনি ব্যাপারী ও তার মেয়ে রহিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনায় অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করে মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) বিশ্বজিৎ বঙ্গোপাধ্যায় বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।