আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামে বহুদিন আত্মগোপনে থাকা ভূমি দস্যু একটি চক্রের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ চক্রটি কয়েক বছর আগে বিক্রি করে দেয়া জমি এখন দখল করতে মরিয়া হয়ে উঠার অভিযোগ পাওয়া গেছে। চক্রটি জমি দখল করতে ব্যর্থ হয়ে এখন জমি ক্রয়কারী ব্যক্তির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে। চক্রটি জমির ভোগদখলকারীদের হয়রানী করতে নানা প্রকার কুট কৌশলের আশ্রয় নিচ্ছে।
অভিযোগে জানা গেছে, মোংলার মালগাজী গ্রামের মুকুল মন্ডল ২০১৩ সালের ৬ নভেম্বর একই মৌজার ৭০ শতক জমির মধ্যে থেকে ৫০ শতক জমি বিক্রি করেন পৌরসভার মাদ্রাসা রোড়ের বাসিন্দা তরিকুল ইসলাম স্বপনের কাছে। এরপর ওই জমির ভোগ দখল বুঝে নেন ক্রেতা তরিকুল ইসলাম স্বপন। এরপর ২০১২ সালের ৭ ফেব্রুয়ারী বিক্রেতা মুকুল মন্ডলের অবশিষ্ট ২০ শতক জমিও তরিকুল ইসলাম স্বপনের কাছে বিক্রি করার বায়না পত্র হয়। এদিকে এ জমি বিক্রি ও বায়না করার পর হঠাৎ করে মুকুল মন্ডল নিরুদ্দেশ হয়ে যাওয়ার ৪ বছর পর সম্প্রতি এলাকায় ফিরে আসলে তরিকুল ইসলাম স্বপন বায়না করা অবশিষ্ট ২০ শতক জমি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য চাপ দেয়। এতে করে মুকুল মন্ডল বায়না করা ওই জমি রেজিষ্ট্রি করে দেয়ার পরিবর্তে উল্টো তার পূর্বের বিক্রি করা ৫০ শতক জমি দখলে নিতে নানা ধরণের পাঁয়তারা শুরু করে। এলাকার একটি ভূমি দস্যুর নেপথ্যের ইন্ধনে মুকুল মন্ডল তার পূর্বের বিক্রি করা জমি জবর দখলে ব্যর্থ হয়ে এখন তরিকুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে। কথিত সংখ্যালঘুর দোহাই দিয়ে মুকুল মন্ডল তরিকুল ইসলাম স্বপনের বিরুদ্ধে নানা জায়গায় ভূয়া অভিযোগ প্রদাণ করে যাচ্ছে। এমনকি স্বপনকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিসহ নানাবিধ ভয় ভীতি প্রদর্শন করে চলেছে। পরে তিনি জমি জমার বিষয় নিয়ে ১৯-১২-২০১৭ ইং তারিখ ১৪৪ দ্বারা একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬১২০১৭। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিক জানান, মুকুল মন্ডল একজন ভূমিদস্যু ও প্রতারক ধরণের লোক। সে জমি জালিয়াতির মাধ্যমে স্থানীয় লোকদের অতিষ্ঠ করে তুলেছে। তাকে শালিস বৈঠকে ডাকা হলে সে অনুপস্থিত থেকে পরবর্তিতে সংখ্যা লঘু’র দোহাই দিয়ে নানাবিধ অপতৎপরতা চালায়।