আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার খাসেরডাঙ্গা এলাকার একটি চিংড়ি ঘের থেকে হাত-পা বাধা অবস্থায় এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণায় এটি নিশ্চিত একটি হত্যাকান্ড। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানায়, মোংলার মিঠাখালী ইউনিয়নের খাসেরডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী দেব রঞ্জন হালদার (৫৪) কে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কে বা কাহার ঘর থেকে ডেকে নিয়ে যায়। শনিবার সকাল পর্যন্ত তার কোন খোজ খবর না পেয়ে পরিবারের লোকজন এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর দুপুরে তার বাড়ী সংলগ্ন বিনয় মলঙ্গীর চিংড়ি ঘেরের লোকজন ঘেরের মধ্যে কাজ করার সময় গামছা ও একটি রশি/দড়ি দেখে সেটিকে টান দেয়। রশিটি টান দিতেই ভেসে উঠে দেব রঞ্জন হালদারের পা। পরে স্থানীয় লোকজন তার পরিবার ও পুলিশে খবর দেয়ার পর দুপুরেই ওই ঘের থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটির মাথা নিচের দিকে এবং পা ছিল উপরের দিকে। লাশটি ইট ও বস্তা দিয়ে ডুবিয়ে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। দেব রঞ্জন হালদারের একমাত্র ছেলে পার্থ হালদার (২৬) বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কাহারা তার বাবাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকাল থেকে তাকে অনেক খোজাখুজির পর পাশ্ববর্তী একটি চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বর আশিষ হালদার বলেন, লাশটি যেভাবে পাওয়া গেছে তাতে বুঝা যাচ্ছে কে বা কাহারা হত্যা করেই ফেলে রেখেছিল। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশের শরীরের কোথাও কোন দাগ বা চিহ্ন না থাকলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নিশ্চিত হত্যাকান্ড। লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে মুল ঘটনাটা কি। এ ঘটনায় মামলা একটি দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।