মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের ভাইপো সোনাইলতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, আমড়াতলা-চাপড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য জাহিদ হাওলাদার (৩৪) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হৃদ-রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার সকালে আমড়াতলার নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে খুলনা নেয়ার পথে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় জাহিদ মৃত্যুবরণ করেন। শুক্রবার আসরের নামাজের পর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জাহিদের অকাল মৃত্যুর খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ স্থানীয় নেতৃবৃন্দরা। যুবলীগ নেতা জাহিদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। জাহিদ মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সেজো ভাই আলহাজ্ব নওশের আলী হাওলাদারের বড় ছেলে। জাহিদ মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা ও পিতা-মাতাসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।