মোংলায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১২-২২ - ২২:১৪

আবু হোসাইন সুমন, মোংলা: মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ২০১৮ সালের ডিসম্বরের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন ও প্রতিদ্বন্ধীতামুলক হবে। সেই নির্বাচনের আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গ্রাম-বাংলার যারা সাধারণ মা-বোনেরা আছে তাদেরকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও নৌকার পক্ষে নিয়ে আসতে পারি সেই দায়িত্ব পালন করতে হবে নব গঠিত এই যুব মহিলা লীগকে। কমিটির সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ আগামী নির্বাচনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এ জন্য নারীদেরকেই সর্বপ্রথম দেখিয়ে আসতে হবে। এর মুল কারণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নারীদেরকে সকল ক্ষেত্রে সর্বাগ্রিধার দিয়েছেন। শুক্রবার সকালে মোংলার শ্রমিক সংঘ চত্বরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে মোংলা ও রামপালে আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী। যার প্রমাণ ১৯৯১ সাল এ পর্যন্ত (২০১৭) মোংলা-রামপালে নৌকা প্রতীক নিয়ে আমি ও আমার সহধর্মিনী একেরপর পকে নির্বাচিত হয়ে আসছি। এটা সম্ভব হয়েছে সঠিকভাবে সংগঠন পরিচালনা ও যোগ্য নেতৃত্বের কারণে। আশা করি যুব মহিলা লীগও তাদের দক্ষতার পরিচয় আগামী জাতীয় নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যদিয়ে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফসানা হাসান ডেইজি। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর জেনিয়া সাখাওয়াত, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান। অনুষ্ঠানের উদ্বোধক যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফসানা হাসান ডেইজি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রীনা পারভেজ ও সাধারণ সম্পাদক মালতি মন্ডল, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা ও সাধারণ সম্পাদক স্তুতি সরকারের নাম ঘোষণা করেন। শুক্রবারের এ সম্মেলনের মধ্যদিয়ে মোংলায় যুব মহিলা লীগের যাত্রা শুরু হলো।