মোংলায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-১২-১৪ - ১৮:৩৮

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস’১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।