মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ষড়যন্ত্রকারীদের কবলে দিশেহারা হয়ে পড়েছে একটি খ্রীষ্ট্রান পরিবার। হামলা-মামলাসহ তাদের বিরুদ্ধে একের পর এক নানা চক্রান্তে লিপ্ত রয়েছে প্রতিপক্ষ গ্রুপটি। আর এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ হয়রানীর শিকার হচ্ছেন এ পরিবারটির নারী ও পুরুষ সদস্যরা। উপজেলার চিলা ইনিয়নের উত্তর হলদিবুনিয়া গ্রামে বিগত কয়েক বছর ধরে উদ্ভুদ পরিস্থিতির মধ্যে ওই পরিবারটির দিন কাঁটছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় জেমস, অনুজ, পিয়াস ও দিলিপ হালদার যৌথ পরিবার হিসেবে বসবাস করছেন। তবে পেশাগত কারণে ঢাকা-খুলনাও বসবাস রয়েছে তাদের। কিন্তু ২/৩ বছর আগে থেকে জমিজমা ও বাড়ির সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশী একটি পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতিসহ মামলায় জড়িয়ে পড়েন তারা। আর এ ক্ষেত্রে স্থানীয় একটি কুচক্রি মহল তাদের পরিবার নিয়ে নানা চক্রান্তে মেতে উঠছে। ওই মহলটির ইন্দনে ইতোমধ্যে হামলা-মামলাসহ নানাভাবে হেস্তনেস্ত হয়েছে জেমস পরিবারের সদস্যরা। এমনকি নিরীহ এ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা একাধিক ষড়যন্ত্রমূলক মামলার ঘানি টানছে। শুধু তাই নয়, অকারণে এ পরিবারের সদস্যদের নিয়ে চলছে নানা চক্রান্ত। গ্রামের অযাচীত নানা ইস্যুতে একের পর ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে কু-চক্রমহলটি। সম্প্রতি স্থানীয় অপর একটি খ্রীষ্ট্রান ও মুসলিম পরিবারের কিশোর-কিশোরীর প্রেম-প্রণয় নিয়ে স্থানীয় থানায় ধর্ষণ মামলা হয়। আর এ ঘটনার বিষয় কোন কিছু না জানলেও জেমস পরিবারকে নিয়ে অহেতুক অপপ্রচারসহ ষড়যন্ত্রে মেতেছে ওই মহলটি। কুচক্রী মহলটি তাদেরকে একের পর হুমকি দিচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদা দাবী করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় নিরীহ জেমস পরিবার ও তার স্বজনরা চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন। কখন হামলা, আবার কখন ষড়যন্তের মামলা হবে তা নিয়ে দু:শ্চিন্তার অন্ত নেই তাদের। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিরুপায় এ খ্রীষ্ট্রান পরিবারটি।