আবু হোসাইন সুমন, মোংলা : মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে ৩৫টি কচ্ছপসহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব-০৬। উদ্ধারকৃত কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কচ্ছপ মজুদ ও পাচারের অভিযোগ আটককৃতের বিরুদ্ধে বন্যপাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। র্যাব-০৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার দুপুর ২টার দিকে দিগরাজ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের মিলন অধিকারীর (৩৮) একতা ফিস নামক মাছের আড়ৎতে তল্লাশী চালিয়ে ৩৫টি কচ্ছপ উদ্ধার করে অভিযানকারীরা। কচ্ছপ মজুদ ও পাচারের অভিযোগে আটক করা হয় আড়ৎ মালিক মিলনকে। মিলনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে দেশের বিভিন্নস্থানসহ প্রতিবেশী দেশ ভারতে কচ্ছপ পাচার করে আসছিল বলে অভিযোগ রয়েছে। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলো বন বিভাগের কাছে হন্তান্তর করা হয়েছে। এছাড়া কচ্ছপ মজুদ ও পাচারের অভিযোগে মিলনের নামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মিলন দিগরাজ এলাকার মৃত বনমালী অধিকারীর ছেলে।