মোংলা প্রতিনিধি : করোনায় খাদ্য সংকটে পড়া মোংলার দুস্থ আসহায় সাড়ে সাত”শ পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন ও ওমেরা এলপিজি গ্যাস কতৃপক্ষ। শনিবার সকালে মোংলার শিল্পাঞ্চলে বেগ আমজাদ হোসেন তেল পাম্পে ও ওমেরা এলপিজি প্লান্টের সামনে দুদফায় ওইসব সামুগ্রী বিতরন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ওইসব খাদ্য সামুগ্রী মানুষদের হাতে তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির হাওলাদার ও ওমেরা এলপিজি প্লান্টের কর্মকর্তাগন।