আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে দৈনিক ইত্তেফাকের মোংলা সংবাদদাতা এইচ,এম দুলাল সভাপতি ও দৈনিক জনকন্ঠের মোংলাস্থ নিজস্ব সংবাদদাতা আহসান হাবিব হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে বাংলাভিশন প্রতিনিধি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টিভি ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি আবুল হাসান, সাংগঠনিক পদে দিনকাল প্রতিনিধি একরামুল হক, কোষাধ্যক্ষ পদে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন প্রতিনিধি শফিকুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় তিনজন যথাক্রমে প্রথমআলো প্রতিনিধি সুমেল সারাফত, মোহনা টিভি প্রতিনিধি সবুজ হাওলাদার ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো: মনিরুজ্জামান নির্বাচিত হন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে চলে একটানা ভোট গ্রহণ। প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস।