আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকাদার আব্দুল খালেক বলেছেন, মোংলা বন্দরে চাকরীরত কোন কর্মকর্তা-কর্মচারীদেরকে ৫০ কিলোমিটার দূরে খুলনায় গিয়ে থাকা চলবে না, সকলকে মোংলা বন্দর এলাকায়ই বসবাস করতে হবে। কারণ দিনকে দিন এ বন্দরের কর্মচাঞ্চল্যতা বাড়ছে। তাই সঠিক ও স্বল্প সময়ে আমদানী-রপ্তানীকারকসহ সকলকে দ্রুত সেবা প্রদাণের জন্য সকলকে এক জায়গায় থেকেই নিরলসভাবে কাজ করতে হবে। রবিবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দরের জমি-জমা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ সব কথা বলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ,কে,এম ফারুক হাসানের সভাপতিতে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পরিচালক (প্রশাসন) প্রণব কে রায়, মেম্বর (অপারেশন) আব্দুল বাতেন, মেম্বর (অর্থ) গোলাম মোস্তফা, মেম্বর (প্রকৌশল ও উন্নয়ন) মো: আলতাফ হোসেন খান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন উল হাসান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দ দেয়া ১৫২টি ব্যবসায়ীক প্লট তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভেঙ্গে দেয়া হয়। এতে ক্ষতিগ্রহস্থ হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেই সকল ব্যবসায়ীদেরকে পুনরায় প্লট বুঝিয়ে দেয়া, বেদখল জমি উদ্ধার ও বন্দরের জায়গার সঠিক ব্যহারের জন্য মুলত এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের জায়গা জমির ব্যবহার ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।