মোংলা প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে মোংলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বের হওয়া শোভাযাত্রা শহর ও ৬টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশ গ্রহণে মোটর শোভাযাত্রায় পুরো শহর উৎসবমুখর হয়ে উঠে। স্বল্পোন্নত দেশের স্ট্যাটার্স থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় এই মোটর শোভাযাত্রা। এদিকে রামপালে পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে পৃথক আনন্দ শোভাযাত্রা বের হয়।