মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেগম হাবিবুন নাহার স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র স্থাপন

প্রকাশঃ ২০২০-০৬-০৩ - ১৮:১৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছ বেগম হাবিবুন নাহার স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র। বুধবার দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ পুলিশ ও নৌ বাহিনীর সদস্যরা। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, তার নিজ উদ্যোগে স্থানীয় এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নামেই এ স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এর ফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি রোধ হবে। এর আগেও তার পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিইসহ বিভিন্ন উপকরণাদি বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।