বর্তমানে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে : সাবেক মন্ত্রী চন্দ

প্রকাশঃ ২০২০-০৫-১৯ - ১৬:৪৬

সুজিত মল্লিক, ডুমুরিয়াঃ সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, বর্তমান সময়ে আমরা একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছি। একদিকে মহামারি ব্যাধি করোনা। আবার প্রবল ঘুর্ণিঝড়ের পূর্বাভাস। এই মুহুর্তে আমরা কেউ নিরাপদে নেই। সত্যিকারে আমাদের অবস্থা যে কি হবে তা বলা মুশকিল। তারপরও আমাদের মনোবল হারালে চলবে না। সবাইকে সতর্কতার সাথে পরিস্থিততি মোকাবেলা করতে হবে। গতকাল খুলনার ডুমুরিয়ায় ডিজিটাল পদ্ধতি মোবাইল এ্যাপস্ এর মাধ্যমে সরকারি ভাবে বোরো চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছর ডিজিটাল পদ্ধতি মোবাইল এ্যাপসের মাধ্যমে উদ্ভাবিত মিলারদের কাছ থেকে বোরো চাল সংগ্রহের সিদ্ধান্ত গ্রহন করে। তারই আলোকে ডুমুরিয়া উপজেলায় এবার ৪০ জন মিলারের নিকট থেকে প্রতিকেজি ৩৬ টাকা দরে মোট ২৩৫৭মেট্রিকটন চাল ক্রয় করা হবে। একই সাথে এই বোরো মৌসুমে কৃষকের নিকট থেকে প্রায় তিন হাজার মেট্রিকটন ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। তবে এবার কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রকৃত কৃষক নিজেই এসে ধান বিক্রি করবেন। কোন ভায়া বা স্লিপপার্টির সুযোগ থাকবে না ৷ মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্ত্বরে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জীব দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, জেলা তথ্য কর্মকর্তা জাবেদ ইকবাল, জেলা মিল মালিক সমিতির সভাপতি কাজী আবদুস সোবহান, ডুমুরিয়ার মিল মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা গাজী মিজান উদ্দিন, ডুমুরিয়া খাদ্য পরিদর্শক লিটন কুমার বিশ্বাস, খাদ্য কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি ও তাসমিনা জামান প্রমুখ।