মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা’’ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে র্যালি, আলোচনা সভা, অনুদানের চেক বিতরণ, নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতি অনুষ্ঠান’র মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং কোডেক সিডস প্রগ্রাম ও ব্র্যাক’র সহযোগীতায় বৃহস্পতিবার দিন ব্যাপি এ সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে গতকাল সকাল ১০টায় বর্ণাঢ্য এক র্যালি গরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন আল রশিদ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি প্রধান শিক্ষক আম্বিয়া জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (ত্রাণ) উজ্জল কুমার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, গাড়ফা শিশু কিশোর কিশোরী কার্যালয়ের শিক্ষক সজিব সরকার, নারী নেত্রী ইতি খানম প্রমূখ।