মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে ১০পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৪৫) ও মহিনুর শেখ (২৪) নামে আপন চাচা ও ভাতিজাকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার চুনখোল ইংরেজ বাজার নামক স্থান থেকে তাদেরকে উক্ত ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায় আটক দুই ব্যক্তির বাড়ী উপজেলার কাচনা গ্রামে এবং তারা আপন চাচা-ভাতিজা, আটক জাকির শেখ ওই গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে ও মহিনুর শেখ নুর মোহাম্মদ’র ছেলে। আটক মহিনুর শেখের মা গোলেনুর বলেন-তার স্বামী নড়াগাতী থানার এসআই, তার ছেলে মটর সাইকেল কিনতে গিয়ে ধরা পড়েছে। তিনি আরো বলেন তার দেবর জাকির শেখ গাজাখোর এবং তার ছেলে মহিনুর শেখ নিরাপরাধ।
এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আনানুগ ব্যাস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছিলেন।