মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতারি বিতরণ করেছেন ঘোষগাতি যুবসংঘ। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে তারা ভ্যান যোগে বাড়ি বাড়ি গিয়ে সপ্তপল্লীর তিনটি ওয়ার্ডের ১ হাজার পরিবারের মাঝে এই ইফতারি বিতরণ করেন। অতিতের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদানের রেখেছে এই সংগঠনটি। তারাই ধারাবাহিকতায় তাদের এ কার্যক্রম। এই কার্যক্রমে যারা সার্বিক সহযোগীতা ও অর্থ যুগিয়েছেন তারা হলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু মোল্লা, কুলিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আঃ মান্নান রুহল, রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, ইউপি সদস্য ইলিয়াছুর রহমান, কুলিয়া ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ, অন্যান্যদের মধ্যে ছিলেন মাহাবুর শেখ, নাদির শেখ, আবুল বাশার শেখ, কালাম ফকির, নয়ন বিশ্বাস(প্রবাসী), ইসফিকার শেখ, মেহের শেখ, আনিচ মোল্লা, কালু মোল্লা(প্রবাসী), আনোয়ার শেখ, আশিকুর রহমান, সোহরাফ, মোঃ সিব্বির হোসেন, তোহিদুল মোল্লা, হাসিব শেখ, মিজানুর শেখ, ইমরান শেখ, সোহেল ফকির ,ইমাম মোল্লা প্রমূখ। তারা বলেন আপনারা সরকার এবং প্রশাসনের নিয়ম মেনে ঘরে থাকুন। করোনাকে ভয় নয় সচেতনতাই হবে জয়।