মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে করোনা ভাইরাস দূর্যোগে ঘরে থাকা অসহায় মানুষের মাঝে বাগেরহাট জেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আম্মেদ নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। বুধবার ওই নেতার গ্রামের বাড়ি মোল্লাহাটের ভান্ডারখোলা এলাকার অসহায় ৩০০’টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এ্যাডঃ ফরিদ উদ্দিন আহমেদের স্ত্রী জেসমিন আহমেদ চিনি ও বাগেরহাট জেলা পি,পি, ও আওয়ামীলীগ নেতা এ্যাডঃ মোহাম্মদ আলী, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা ও ইউপি সদস্য মোঃ ওলিয়ার শেখ প্রমূখ।