মোল্লাহাট : বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপদ্রব্য (জেলি) পুশকৃত প্রায় ২মণ চিংড়ি মাছ পুড়িয়ে ভষ্ম করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার জয়ডিহি রাধা গোবিন্দ কেন্দ্রিয় মন্দির সংলগ্ন মাছের আড়ৎ থেকে ক্ষতিকারক জেলি (অপদ্রব্য) পুশকৃত ওই সকল মাছ জব্দ ও প্রকাশ্যে পুড়িয়ে ভষ্ম করা হয়। একই সাথে ওই মন্দির সংলগ্ন গোপাল বিশ্বাসের বাড়িতে পৃথক দুটি ঘরে অপদ্রব্য/জেলি প্রস্তুতির কারখানা শনাক্ত ও জেলি তৈরির সরঞ্জাম ধ্বংশ করা হয়। এ অভিযান পরিচালনাা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর ও তার সংগিয় একদল পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন বলেন, এক শ্রেণির অসাধূ ব্যবসায়ী অধিক লাভের আশায় ওজন বৃদ্ধি করতে মানব দেহের জন্য মারাত্নক ক্ষতিকারক জেলি চিংড়ি মাছে পুশ করে। এধরনের অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।