মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে রোজা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলার উদয়পুরে সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বুধবার সকালে টিসিবি’র ওই পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক অভিজিৎ রানা ও সাংবাদিক শরীফ মাসুদুল করিম প্রমূখ।
রোজা উপলক্ষে প্রতি কেজি চিনি ৫০ টাকা, ডাল ৫০ টাকা, ছোলা ৬০ টাকা, খেজুর ১২০ টাকা ও সয়াবিন তৈল ৮০ টাকায় বিক্রি করা হয়। বিশাল লাইনে দাড়িয়ে ওই সকল পণ্য ক্রয় করেন সাধারণ মানুষ। বর্তমান বাজার মূল্যের কম বা ন্যায্য মূল্যে ওই সকল পণ্যসামগ্রী ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ। এসময় অনেকে বলেন-করোনার কারনে বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে। এছাড়া রোজায় আরো বেড়েছে। এমতাবস্থায় খোলা বাজারে টিসিবির পণ্য ন্যয্য মূল্যে পেয়ে তারা খুশি। এধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করছেন তারা।
মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মাধ্যমে ওই সকল পণ্য সামগ্রী বিক্রিতে সহযোগীতাকারী উপজেলা যুবলীগ নেতা মোঃ আরিফুজ্জামান দুলাল জানান-অত্র প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোল্লাহাট উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার ওয়ালিদ হোসন বলেছেন, কোন ধরণের অনিয়ম বা বিশৃঙ্খলা যেন না হয়। করোনার সংকট এবং রোজার গুরুত্ব অনুধাবনে সরকারের মহান উদ্যোগ সঠিক বাস্তবায়ন করতে হবে।