মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বয়বৃদ্ধ পিতাসহ আপন ভাই ও তাদের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে জনৈক মুশফিকুর রহমান ও তার সন্তানদের বিরুদ্ধে। উপজেলার গাংনী পূর্বপাড়া এলাকায় বুধবার ভোর বেলায় ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় হামলার শিকার পিতা ও ছোট ভাইদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
হামলার শিকার মাওঃ বজলুর রহমান জানান-তার বড় ছেলে মুশফিকুর রহমান গায়ের জোরে তার জায়গা/জমি জোর দখল করাসহ সীমাহীন অত্যাচার-জুলুম করে চলেছে। এ নিয়ে একাধিকবার আপোষ/মিমাংসার চেষ্টা করলেও বড় ছেলে মুশফিকুর তা না মেনে তার পিতা ও ছোট ভাইদের প্রায়-ই ভয়ভীতি প্রদর্শন করে। উক্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার কালে মুশফিকুর রহমান তার ছেলেদের সহায়তায় বয়বৃদ্ধ পিতা ও ছোট ভাইদের ওপর লাঠি-সোঠা নিয়ে হামলা চালায়। উক্ত ঘটনায় হামলাকারী মুশফিকুরের পিতা মাওঃ বজলুর রহমান (৯৫), ছোট ভাই মহিবুর রহমান (৪০) ও তার স্ত্রী-লতিফা (৩২), ছোট ভাই মোঃ মোস্তাকুর রহমান (৩০) ও তার স্ত্রী-রেসিনা (২৫) এবং ছোট ভাই মহিবুরের ছেলে মফিজুর রহমান (১৫) আহত হয়। আতদের মাঝে মহিবুর রহমান ও তার স্ত্রীকে খুমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকীরা মোল্লহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চিকিৎসা গ্রহণ করছে।