মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে এক পরিবারের বৃদ্ধাসহ তিন মহিলাকে মারপিট এবং কান ছিড়ে গহনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার রাজপাট গ্রামে শনিবার সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গুরুতর আহত নাহার বেগম মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ভিকটিমসহ ওই পরিবারের সদস্যরা জানান-রাজপাট গ্রামের মৃত হোসেন আলী মৃধার বাড়ীর রাস্তায় জোর পূর্বক প্রতিবেশী সাখায়েত মৃধা গরু’র খাচা স্থাপনসহ বিভিন্ন ধরনের বিঘœ সৃষ্টি করছে। ঘটনার সময় চলাচলে বিঘœ সৃষ্টির বিষয় বিষয় নিয়ে হোসেন আলী’র মেয়ে নাহার বেগম ও সাখায়েত মৃধার কথা কাটাকটি হয়। উক্ত কথা কাটাকাটির এক পর্যায়ে সাখায়েত মৃধার নেতৃত্বে ৫/৭ জনে মৃহ হোসেন আলী মৃধার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় হোসেন আলীর স্ত্রী লাইলি বেগম (৭০), মেয়ে নাহার (৪০) ও ফতেমা (৩৫) আহত হয়। এছাড়া নাহার বেগমের কান ছিড়ে গহনা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এখবর লেখাকালে মামলার প্রস্তুতি চলছিলো।