যশোরের রাইটস’র সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৪ - ২১:০৬

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুসাইন শওকত বলেছেন, মানবপাচার আমাদের সমাজের এক ভয়ঙ্কর ব্যাধি। সৃষ্টির আদিকাল থেকেই এই প্রক্রিয়াটি চলে আসছে। এখন মানবপাচারের কৌশল বদলেছে; পাচারকারীরা ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে। এই দুষ্টচক্রের হাত থেকে বাঁচতে আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই।

তিনি শুক্রবার সকালে রাইটস যশোরের উদ্যোগে সংগঠনের সেমিনার কক্ষে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সংক্রান্তে আইনপ্রয়োগকারী সংস্থা, বিজিবির এবং আইনজীবীদের সঙ্গে সমন্বয়সভায় প্রধানঅতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি ছাড়াও জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো যশোরের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম, সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, প্রকল্পের ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার শাওলী সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।

সমন্বয়সভায় পুলিশ কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা ও আইনজীবীরা মানবপাচার প্রতিরোধে পেশাগত দায়িত্ব ছাড়াও তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে ২১ জন প্রতিনিধি অংশ নেন।