যশোর অফিস : যশোর-২ আসনের (চৌগাছা-ঝিকরগাছা) সাবেক সংসদ সদস্য, জামায়াতের ইসলামী যশোর জেলা কমিটির নায়েবে আমির এবং পদ্মবিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ মো. শাহাদৎ হুসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে রূপদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, মুহাদ্দিস সাঈদ নাশকতার বেশ কয়েকটি মামলার আসামি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে কর্মস্থল যশোর সদর উপজেলার পদ্মবিলা সিনিয়র মাদরাসা থেকে ঝিকরগাছার বাঁকড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। পথে রূপদিয়া বাজারের কাছে নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ তাকে গ্রেফতার করে।
আবু সাঈদকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন। তিনি বলেন, ‘মুহাদ্দিস সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি আজমল হুদা বলেন, ‘উনার নাম যদি আবু সাঈদ হয়ে থাকে তাহলে তিনি গ্রেফতার হয়েছেন।’
জামায়াত নেতারা বলছেন, মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব ‘রাজনৈতিক মামলা’।