যশোর অফিস : রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের উদ্যোগে যশোরের ৩ শতাধিক অসহায় ও পঙ্গুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ কম্বল বিতরণ করা হয়।
যশোর রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে গ্রামীণফোনের সহযোগিতায় ‘মানবতার সেবায়’ শীর্ষক এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য প্রণব দাস, জেলা ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির।