যশোর: জেলা গোয়েন্দা শাখা ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ গত ১৫ ঘন্টা ব্যবধানে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগান এক রাউন্ড গুলি ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করছে। এসময় দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার তীরেরহাট দক্ষিণ পাড়ার আমজাদ আলী মন্ডলের ছেলে আতিকুর রহমান ও মনিরামপুর উপজেলার কাশিমপুর ইউপি লেবুগাতী গ্রামের দীন বন্ধু দাসের ছেলে দেবাশীষ দাস।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম শুক্রবার সকাল ১০ টার পর সদর উপজেলার সাতমাইল বাজারের তীরের হাট ইদ্রিস আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আতিকুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,চাঁচড়া ফাঁড়ির এসআই জামাল উদ্দিনসহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় শহরের চাঁচড়া রায়পাড়া মিন্টু খানের বাড়ির সামনে থেকে দেবাশীষ দাসকে সন্দেহ জনক কারনে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ১টি ওয়ান স্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে মাদক ও অস্ত্র আইনে আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।