যশোর: যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোগন রোডের আব্দুল্লার ছেলে আরাফত হোসেন ইজিবাইকের ধাক্কায় মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার বিকালে মাগুরার শালিকা উপজেলার পাঁচকানিয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটেছে। আরাফত হোসেন যশোরের উপশহর মারকাজ মসজিদের কওমি মাদ্রাসার ছাত্র।
নিহত মাদ্রাসার ছাত্রের মামা মাহাবুব হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, গত কয়েক দিন আগে মামা বাড়ি শালিখা উপজেলার পাঁঁচ কানিয়ায় বেড়াতে যায়।সেখানে বৃৃহস্পতিবার বিকালে খেলতে খেলতে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানিয় লোকজন আহত ছাত্রকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।চিকিৎসাধিন অবস্থায় বৃৃহস্পতিবার রাতে হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক পথিক বিশ্বাস তার মৃৃত ঘোষনা করেন।