যশোর: পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকা থেকে ইয়াবাসহ লাভলু নামে এক মাদকবহনকারীকে গ্রেফতার করেছে। সে শহরের পুরাতন কসবা এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া শাহাবুদ্দিনের ছেলে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও সদস্যরা শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটের সময় পুরাতন কসবা কাজীপাড়া সাবেক কমিশনার নূর জাহান নীরার বাড়ির পাশে পুকুরের পাড়ের মাঠ থেকে লাভলুকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৫৬পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
					 
                             
                             
                             
                             
                            