যশোরে উদ্ধার সিংহ ও বাঘের বাচ্চাদুটি  গাজীপুরে সাফারি পার্কে

প্রকাশঃ ২০১৭-১১-১৪ - ২০:৩১

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরের সিংহের দুটি ও চিতাবাঘের দুটি বাচ্চাকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে।

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান জানান, যশোরে উদ্ধার সিংহের দুটি ও চিতাবাঘের দুটি বাচ্চাকে মঙ্গলবার ভোর ৪টা ১০মিনিটের দিকে বাচ্চাগুলো পার্কে পৌঁছেছে। তিনি আরও জানান, পার্কে শাবকসহ সিংহের সংখ্যা ছিল ১৯টি। সিংহের ওই শাবক দুটি নিয়ে এখন সাফারি পার্কে সিংহের সংখ্যা হলো ২১টি। সিংহ শাবকগুলোর বয়স আনুমানিক আড়াই মাস।

উদ্ধার হওয়া চিতা বাঘের শাবকগুলোর বয়স আনুমানিক দেড় মাস। সিংহ ও চিতা বাঘের শাবকগুলো আলাদা কক্ষে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে, এ পার্কে আগে এখানে চিতা বাঘ ছিল না বলে জানিয়েছেন।

সোমবার রাতে বনবিভাগের কর্মকর্তা সরোয়ার আলম বড় দুটি সিংহের বাচ্চা এবং ছোট দুটি চিতাবাঘের বাচ্চা বলে প্রাথমিক সনাক্ত করেন।