যশোর অফিস: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে লাল পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কার্যালয় থেকে এ লাল পতাকা মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাইপপট্টি মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।