যশোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২০১৭-১০-২৮ - ২০:৫৭

রবিউল ইসলাম মিটু, যশোর : পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যে যশোরে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলে জেলা পুলিশ ও যশোর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্দ্যোগে দিনব্যপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে চার খাম্বার মোড়ে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ। উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্জ্ব আলী আকবর।

র‌্যালি শেষে শহরের চারখাম্বার মোড়ে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমস্ত অনুষ্ঠানে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক ও শিার্থীরা অংশগ্রহণ করেন।