রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আনসার আলীর ছেলে নুরুজ্জামান (৩০) পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুরুজ্জামান পারিবারিক কলহের এক পর্যায়ে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কীটনাশক পান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন নুরুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।