যশোর অফিস : যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প আকবরের মোড় এলাকা থেকে গাঁজা বিক্রেতা হোসেন আলীকে গ্রেফতার করেছে। সে শহরের শংকরপুর মোবারককাটি ( নাজিম এর বাড়ির ভাড়াটিয়া) মৃত মিলনের ও সৎপিতা ভুটান আলীর ছেলে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,থানার এক এসআই মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প আকবরের মোড় কমিউনিটি পুলিশিং অফিসের সামনে থেকে হোসেন আলীকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করেছে।