যশোর: এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে ফাহিমা বেগম (৩০) নামে এক গৃৃহবধু গলাই ফাঁঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে এসআই মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে আনে।নিহত গৃৃহবধু যশোর সদর উপজেলার কুদালিয়া পৃর্বপাড়া গ্রামের আসাদুল ব্যাপারির স্ত্রী। মৃতের ভাগ্নে মাসুদ রানা জানান, আশা,ব্যাক, শিশুনিলয়,সিএসএস এনজিওর থেকে প্রায় দুলাখ টাকা লোন নেয় ফাহিমা৷ এনজিওর লোনের টাকা পরিশোধ করতে না পারায় শনিবার বিকালে গলায় ফাঁঁস নিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন জানতে পেরে কোতোয়ালি পুলিশকে খবর দেয়। পুলিশ রাত আনুমানিক নয়টার দিকে বাড়ি থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়৷