যশোরঃ যশোর শহরের খড়কী এলাকার রফিক শেখ নামে এক চা দোকানির বাড়িতে হামলা চালিয়েছে। দুবৃত্ত্বরা এসময় দোকানীকে কুপিয়েছে এবং ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। রফিক শেখকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খড়কী পীরবাড়ি এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
হাসপাতালে রফিক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার আলী নামে এক ব্যক্তির সাথে পান বিক্রি নিয়ে বাকবিতান্ড হয়। শুক্রবার ভোর রাতে একই এলাকার পলাশ, মোহন আলী, মিটুন, লিটন, সাঈদসহ ৪/৫জন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মধ্যে ফ্রিজ, টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করে দেন। জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, আহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত। কোতয়ালী থানার এস আই অহেদুজ্জামান বলেন, খবর শুনে হাসপাতালে এসেছি,অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।