যশোরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৫:৪৩

যশোর অফিস : যশোরে প্রেম ঘটিত কারণে চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রোহান (১৮) নামে এক ছাত্র। রোববার দুপুর ১২টার দিকে শহরের চৌরাস্তা সংলগ্ন মুল্লুক চাল আড়ৎতের মালিকানাধীন একটি ভবন থেকে তিনি ঝাঁপ দেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। আহত কলেজ ছাত্র রোহান শহরতলীর হুশতলা এলাকার ইউসুফ আলীর ছেলে। সে ভোকেশনাল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোহান আত্মহত্যার উদ্দেশ্যে চারতলা ভবনের পর থেকে লাফ দেয়। এ সময় নিচে পড়ে তার দুই হাত ও দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে তাদের পরিবারের লোকজনকে খবর দেয়।

এদিকে প্রথমদিকে পরিবারের লোকজন প্রেমঘটিত কারণে রোহানের আত্মহত্যা চেষ্টার কারণ স্বীকার করলেও পরবর্তীতে সাংবাদিকদের সামনে সেটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা আহমেদ তারেক শামস্ জানান, ছাদ থেকে পড়া রোগীর পায়ে হাতে গুরুতর আঘাত লেগেছে। মাথায়ও আঘাত লেগেছে। হাত পা ফ্যাকচার হতে পারে। বর্তমানে সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।