রবিউল ইসলাম মিটু,যশোর : প্রধানমন্ত্রীর জনসভায় এসে অসুস্থ হয়ে পড়া গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে মারা যান। তিনি যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের জবেদ আলী বিশ্বাসের ছেলে।
নিহতের শ্যালক রবিউল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদেন গোলাম মোস্তফা। দুপুর ২টা ১৫ মিনিটের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।