রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিব বৃহস্পপতিবার রাত নয়টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন । ‘’ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’’।
রাকিবের স্ত্রী সাবেক সংসদ সদস্য আলেয়া আফরোজ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হাসপাতালে সিসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
শরীফ আব্দুর রাকিবের মুত্যু কালে বয়স হয়েছিল ৬৩ বছর।স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কয়েক বছর ধরে কিডনি জটিলতায়ও ভুগছিলেন। একদিন পর পর তাকে ডায়ালিসিস নিতে হতো। গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুরের ছেলে আব্দুর রাকিব। ১৯৭২ সালে পড়াশুনার সূত্রে যশোর আসেন। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। একটানা ১৮ বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এরই মাঝে যশোর জেলা আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এই আইনজীবী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর বারের সভাপতি ছিলেন। ছিলেন রাইটস যশোরের সভাপতিও।