যশোর অফিস: যশোর শহরের শিক্ষাবোর্ডের সামনে শনিবার বিকাল চার টার দিকে সলেমান হোসেন (২৮) নামে এক টাইল্স মিস্ত্রিকে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে।
আহতের বন্ধু শেখহাটির হাসান সাংবাদিকদের বলেন, ‘আমি ও সলেমান পায়ে হেঁটে শিক্ষা বোর্ডের সামনে থেকে খাজুরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে দুই দুর্বৃত্ত এসে সলেমানকে এলোপাতাড়ি ছুরি মেরে দৌঁড়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসি।’
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার বাঁধন প্রামাণিক বলেন, ‘সলেমানের বুক, হাত ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি আশংকামুক্ত।’
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘এরকম ঘটনা আমার জানা নেই। এখনই খবর নিয়ে দেখছি।’