যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত প্রতিবন্ধি নারী আহত

প্রকাশঃ ২০১৮-০২-১৯ - ২০:৪৭

যশোর: যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক প্রতিবন্ধি নারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মী রুহুল কুদ্দুস জানিয়েছেন, সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা সদর উপজেলার বারীনগর বাজার অদূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত প্রতিবন্ধি মহিলা ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানিয়েছেন, আহতের অবস্থা আশংকাজনক। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।