যশোর অফিস: যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়ার জামতলা এলাকায় তুচ্চ ঘটনায় চারজনকে মারপিট করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, যশোর শহরের রেলগেটের বিল্লাল হোসেনের ছেলে মো. সাইদুজ্জামান (৩০) তার বন্ধু একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জীবন হোসেন (২৫), আব্দুল আজিজের ছেলে মো. রাজা (২৬) ও মৃত. আব্দুল আজিজের ছেলে নাহিদুজ্জামান বাবু (২৬)।
আহত সাইদুরের শ্বাশুড়ি রূপবান বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে আমার জামাই সাইদুর রহমান ও তার বন্ধুরা প্রতিবাদ করলে আমার ভাই আলী হোসেন ও তার ছেলে রনি ও জনিসহ স্থানীয় দুর্বৃত্ত্বরা তাদেরকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ওয়াহিদুজ্জামান বাবুর মাথায় আঘাতে অনেকটা ক্ষত হয়েছে। বাকিরা আশংকামুক্ত।