যশোর অফিস : যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের দিনমজুর কুদ্দুস মোল্যা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষপান করেন। তিনি ওই গ্রামের মৃত. সমির মোল্যার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুর ইসলাম জানান, দিন মজুর কুদ্দুস মোল্যার দুই ছেলে এক মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জের ধরে বিষপান করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্টার্ণ চিকিৎসক ফয়সল তাকে মৃৃত ঘোষনা করেন।
হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানার এস আই শহিদুল ইসলাম দিনমজুর কুদ্দুস মোল্যার মৃত্যুর নিশ্চিত করেছেন।