যশোরে দুই ফার্মেসির ভ্রাম্যমান আদালতের ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ২০১৭-১২-০৪ - ২২:২৩

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর শহরের দড়াটানার এমএম ফার্মেসি ও আল্লাহর দান ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত দুটি ওষুধের দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, ‘সোমবার দুপুরে আদালত অভিযানকালে দেখতে পান, এমএম ফার্মেসীতে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি করা হচ্ছে। এসময় আদালত প্রতিষ্ঠানটির মালিক শাহিদুজ্জামান মাসুমকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ (ক) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।’

অন্য এক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, একই জায়গায় বিসমিল্লাহ ফার্মেসীতে শ্যাম্পল (নমুনা) বিক্রি করা হচ্ছে। এসময় আদালত দোকানটির মালিক মেহেদি হাসানকে একই আইনের একই ধারায় এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানকালে ড্রাগ সুপার রেহান হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।