রবিউল ইসলাম মিটু,যশোর : জাগপা যশোর জেলা শাখার উদ্দেগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর ১নং আইনজীবী সমিতি ভবনের সামনে ৫০ জন দুস্হ শিতার্থ মানুষদের মাঝে কম্বল বিতারন করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা,জাগপা যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নিজামদ্দিন অমিত। আরো উপস্হিত ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক কামাল চৌধুরী, সাধারন সম্পাদক খন্দকার জাহিদ হাসান, অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা,সহ-প্রচার সম্পাদক সৈয়দ মন্জুর হাসান রাব্বু,জাগপা নেতা,মন্জুর রহমান, সৌরভ বিশ্বাস, রেজোয়ান বাবু, সেতু গাজী প্রমুখ।