যশোরে দেনার দায়ে ভ্যান চালকের আত্মহত্যা

প্রকাশঃ ২০১৭-১১-২৮ - ২০:৪৪

রবিউল ইসলাম মিটু, যশোর :  যশোরের অভয়নগরে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে নান্টু সরদার (৪০) নামে এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নান্টু সরদার গুয়াখোলা গ্রামের মৃত জালাল সরদারের ছেলে।

চাচাশ্বশুর আত্তাব হোসেন বলেন, ‘আমার ভাগ্নি-জামাই নান্টু আগে পিঁড়ি-বেলুনের ব্যবসা করতো। ব্যবসার জন্য সে বিভিন্ন এনজিও, ব্যাংক এবং স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নেয়। ঋণের টাকা শোধ করতে ব্যর্থ হয়ে সে বিভিন্ন সময় পালিয়ে বেড়াতো। সোমবার দুপুরের খাবারের পর নান্টুর স্ত্রী পিঠা বিক্রি করতে যায়। এই ফাঁকে সে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

অভয়নগর থানার এসআই সৈয়দ আজাদ আলী বলেন, ‘খবর পেয়ে সোমবার সন্ধের একটু আগে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে নান্টু মরে পড়ে আছে। আমি স্থানীয় লোকজনের মুখে শুনেছি নান্টু এনজিও, ব্যাংক ও স্থানীয় অনেক লোকের কাছে দেনা আছে। দেনা শোধ করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে পরিবারটি জানায়। পরে আমি লাশ উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আজ মঙ্গলবার সকালে পুলিশ লাশ নিয়ে যশোর জেনারেল হাসপাতাল মর্গে যায়।’