যশোরে দোকানীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশঃ ২০১৮-০২-১৫ - ২০:৫৩

যশোর: যশোর শহরের এইচএমএম রোডস্থ খান ক্রোকারিজ প্রতিষ্ঠানে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকানের কর্মচারী আব্দুর রহমান (২২) কে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী সবুজকে গ্রেফতার করেছে। সে ভোলা জেলার সদর উপজেলার শান্তিরহাট দক্ষিণ দিঘলদি দেওয়ান বাড়ির বর্তমানে যশোর শহরের কাঠেরপুল লোক সমাজ মার্কেটের পাশে জোবেদা মঞ্জিল এর ওমর ফারুকের ছেলে।

শহরের নাজির শংকরপুর হাজারীগেটের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাকিম বৃহস্পতিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ৩ আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের কথা উল্লেখ করেছে। আসামীরা হচ্ছে, সবুজ ছাড়াও শহরের মোল্যাপাড়া বাঁশতলার হালিম ও সানিসহ অজ্ঞাতনামা ২/৩জন। এজাহারে বলা হয়েছে,আব্দুল হাকিমের ভাই  আব্দুর রহমান শহরের এইচএমএস রোডের খান ক্রোকারিজ প্রতিষ্ঠানে কর্মচারী। এজাহার নামীয় আসামীদের সাথে আব্দুর রহমানের বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে। বুধবার ১৪ ফেব্রুয়ারী আব্দুর রহমান  খান ক্রোকারিজে কাজ করার সময় রাত সাড়ে ৮ টায় উল্লেখিত আসামীরা ধারালো অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে । এসময় তারা আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ মারাত্মক রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনার সাথে জড়িত সবুজকে গ্রেফতার করে। সবুজ পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর তার সাথে কে ছিল তাদের নাম বলে দিয়েছে।