রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর অঞ্চলে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা নতুন পেয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছাসিত শিক্ষার্থীরা। যশোর জিলা স্কুলে পাঠ্য পুস্তক উৎসব ২০১৮ উপলক্ষে এক অনুষ্ঠান সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পর্যদের সভাপতি ও জেলা প্রশাসক আশরাফ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-সচিব মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাআইটি) দেবপ্রসাদ পাল, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু। শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করেন নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার হোসেন।
জেলা প্রশাসক আশরাফ উদ্দীন জেলা স্কুলে বই বিতরণের আগে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসবে যোগ দেন।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকে ১৪ লাখ ৯৭ হাজার ৭৬ পিচ এবং মাধ্যমিক ৪৪ লাখ ৯২ হাজার ৯শ ৫৮ পিচ বই বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা এ উৎসবের উদ্বোধন করেন।