রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর খুলনা মহাসড়কের যশোর সদর উপজেলার মুড়লী মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যুর ঘটনায় অজ্ঞাত নামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে তানজিন আহমেদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলায় তিনি উল্লেখ করেন, তার পিতা আব্দুর রশিদ (৫২) খুলনা মেট্টোপলিটনের উপ-সহকারী পরিদর্শক পদে কর্মরত। সেই সুবাদে তারা খুলনা শিরোমনি এলাকায় বাসা ভাড়া করে থাকে। মঙ্গলবার ১৬ জানুয়ারী সকালে তার পিতা আব্দুর রশীদ ও মাতা সেলিনা পারভীন (৪৫) কে মোটর সাইকেল যোগে নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর আনুমানিক সোয়া ২ টায় যশোর মুড়লী মোড় এলাকায় পৌছালে হঠাৎ বেপরোয়া গতি সম্পন্ন খুলনা থেকে আসা ঝিনাইদহ গামী (কুষ্টিয়া ট-১১-১২২৩) ট্রাক তার পিতার মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা মারে। মোটর সাইকেলের পিছনে বসে থাকা তার মাতা সেলিনা পারভীনের পেটের উপর দিয়ে ট্রাকের চাকা যাওয়ায় ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তার পিতা আব্দুর রশীদের ডান পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা যাওয়ায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। মোটর সাইকেলটি ভাংচুর হয়ে ২৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়। তার পিতাকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেলিনা পারভীনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ট্রাকটিকে হেফাজতে নিলেও ট্রাকের চালকের সন্ধান করতে পারেনি। মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার এসআই নজরুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন মডেল থানার অফিসার ইন চার্জ কেএম আজমল হুদা। এ ব্যাপারে এসআই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়ের এবং মামলা তদন্তের নির্দেশের কথা নিশ্চিত করেছেন।