যশোর অফিস : আরব আমিরাত ফেরত সাজ্জাদুর রহমান (৩৮) নামে এক যুবককে প্রকাশ্যে শহরের শংকরপুর তালতলা থেকে চাকু ঠেকিয়ে মোটর সাইকেলে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৫লাখ টাকা দাবি করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার সকালে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন, যশোর সদর উপজেলার মোবারককাঠি গ্রামের আব্দুল গফফারের ছেলে মেহেদী আল মাসুদ। মামলায় আসামি করেন শহরের নাজির শংকরপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আনিসুর রহমান, শহরের টিবি ক্লিনিক ফুড গোডাউন চিরুনীকল বর্তমানে বেজপাড়া নলঢাঙ্গা রোডের লতিফের মেয়ে লিজাসহ অজ্ঞাতনামা ৮/১০ জন। পুলিশ প্রধান আসামী আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ সোমবার দুপুর পৌনে ১টায় সদর উপজেলার মোবারক কাঠি চাকলাদার তেল পাম্পের সামনে থেকে আসামি আনিসুর রহমানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।